স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা বোর্ডের ৮২তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীতে বরেন্দ্র ভবনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান।সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম-সচিব সাজজাদুল হাসান,বাংলাদেশ হাওর ও জলা ভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, রাজশাহীর সহকারী পুলিশ সুপার আ.ন.ম.নিয়ামত উল্লাহ,বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশীদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, বোর্ড সদস্য সাকিনা খাতুন পারুল, সাখাওয়াত হোসেন সুইট, এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।