বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

ফুটপাত অবৈধ দখলে-প্রশাসন নির্বিকার

এম এ রশীদ, সিলেট : বিয়ানীবাজার পৌর শহরের প্রধান সড়কসহ বেশ কয়েকটি সড়ক ও ফুটপাত অবৈধ দখল করে বসেছে অস্থায়ী সবজি, ফল ও শীত বস্ত্রের দোকান।এর ফলে দিনভর শহর জুড়ে দেখা দেয় তীব্র যানজট। এতে পথচারিসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।

পৌরশহরের সড়ক ও ফুটপাতে এসব অবৈধ দখলের বিরুদ্ধে বিভিন্ন সময় উপজেলা প্রশাসন ও পৌরসভা উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকে। কিন্ত গত অক্টোবর থেকে উচ্ছেদ অভিযান কিংবা ভাম‍্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়নি। এ সুযোগ কাজে প্রতিনিয়ত দখল হচ্ছে সড়ক ও ফুটপাত। যার কারণে স্বাভাবিক চলাচলে ভোগতে হচ্ছে সাধারণ মানুষের।

নাম প্রকাশ না করার শর্তে জনৈক ব‍্যবসায়ী বলেন, দোকানের আকার আয়াতন অনুপাতে ২০ থেকে ১০০ টাকা করে তাদের ভাড়া দিতে হচ্ছে। সাংবাদিক পরিচয় দিয়ে কারা সে টাকা নিচ্ছে জানতে চাইলে তিনি আর কথা বলতে রাজি হননি।

বিয়ানীবাজার পৌরশহরকে যানজট মুক্ত রাখতে সড়ক ও ফুটপাত দখল মুক্ত করার দাবি সাধারণ মানুষের। প্রশাসনের পক্ষে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ‍্যমে দ্রুত স্থায়ী পদক্ষেপ চান পৌরবাসী।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com